উল্লাপাড়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

আটক আশরাফুল আলম উপজেলার এলংজানি গ্রামের ডা: শামসুল আলমের ছেলে।

মো: জাকিরুল হাসান, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)

Location :

Ullahpara

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোহনপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগ নেতা মো: আশরাফুল আলমকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৫ মে) সন্ধ্যা ৭টার দিকে এলংজানি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।

আটক আশরাফুল আলম উপজেলার এলংজানি গ্রামের ডা: শামসুল আলমের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। তাকে সোমবার সিরাজগঞ্জ আদালতে পাঠানো হবে।

স্থানীয়দের অভিযোগ, আশরাফুল আলম দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং দখলদারিত্বের সাথে জড়িত ছিলেন। তিনি বিনা ভোটে নির্বাচিত উল্লাপাড়া-সলঙ্গা আওয়ামী লীগ–সমর্থিত দুইবারের সংসদ সদস্য তানভীর ইমামের ঘনিষ্ঠ সহকারী হিসেবে পরিচিত। ক্ষমতার অপব্যবহার করে তিনি এলংজানি হাই স্কুল ও এলংজানি মাদরাসার সভাপতির দায়িত্বও নিজের দখলে নিয়ে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্য করেন বলে অভিযোগ রয়েছে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাকিবুল হাসান বলেন, তার বিরুদ্ধে বিস্ফোরক মামলা রয়েছে। যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় তাকে আদালতে উপস্থাপন করা হবে।