চকরিয়ায় কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেলআরোহী নিহত

শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার ডুলাহাজারা সাফারি পার্কের গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

রফিক আহমদ, চকরিয়া (কক্সবাজার)

Location :

Cox's Bazar
নয়া দিগন্ত

কক্সবাজারের চকরিয়ায় কাভার্ডভ্যানের চাপায় সাব্বির হোসেন সাগর (২২) নামে এক মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার ডুলাহাজারা সাফারি পার্কের গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাব্বির হোসেন সাগর কুড়িগ্রাম উলিপুরের তবকপুর ইউনিয়নের বামন ছড়া-আকন্দ পাড়ার জোবাইদুর রহমানের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা সাফারি পার্কের গেটের সামনে কাভার্ডভ্যান গাড়িটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে সাব্বির ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মালুমঘাট হাইওয়ে থানার এসআই জিয়া উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। লাশ উদ্ধার করে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।