সাভারের হেমায়েতপুরে ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে।
শনিবার (২৩ আগস্ট) রাতে আলমনগর সুগন্ধা হাউজিং সোসাইটির ৬ নম্বর বাড়ির তৃতীয় তলায় নাসির উদ্দিনের ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানায়, রাতের কোনো এক সময় ১০ থেকে ১২ জনের একটি দল ‘ডিবি পুলিশ’ পরিচয়ে সুমন নামে এক আসামিকে ধরার কথা বলে ফ্ল্যাটে প্রবেশ করে। এরপর পিস্তল দেখিয়ে বাসার সবাইকে হাত-পা বেঁধে মারধর করে পাশের কক্ষে আটকে রাখে। পরে আলমারি ভেঙে প্রায় ছয় ভরি স্বর্ণ, ১২ ভরি রুপা ও নগদ ৪৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। অভিযুক্তদের একজনের পরনে ডিবি’র পোশাক ছিল বলেও দাবি করেন তারা।
ঘটনার পর অভিযুক্তরা চলে গেলে বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের বাসিন্দারা এগিয়ে এসে ভুক্তভোগীদের উদ্ধার করেন। খবর পেয়ে রাতেই সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।