গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ আটক

জুলাই-আগস্ট বিপ্লবের পর শফি কামাল পলাশ দীর্ঘদিন গা ঢাকা দিয়ে চলছিলো। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলাসহ বেশ কয়েকটি মামলা হয়েছে।

রাশিদুল ইসলাম বোরহান, গাংনী (মেহেরপুর)

Location :

Gangni
গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ আটক
গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ আটক |নয়া দিগন্ত

মেহেরপুরের গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশকে আটক করেছে গাংনী থানা পুলিশ।

আটক যুবলীগ নেতা শফি কামাল পলাশ গাংনী পাইলট স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক।

শুক্রবার (৪ জুলাই) ভোররাতে তার উত্তরপাড়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এই তথ্য নিশ্চিত করেছেন। তবে, কি মামলায় আটক করেছে এখনো জানাননি তিনি। তার বিরুদ্ধে মামলাগুলো যাচাই বাছাই করার পর সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান ওসি।

জানা গেছে, জুলাই-আগস্ট বিপ্লবের পর শফি কামাল পলাশ দীর্ঘদিন গা ঢাকা দিয়ে চলছিলো। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলাসহ বেশ কয়েকটি মামলা হয়েছে।

শফি কামাল পলাশ বর্তমানে গাংনী থানা পুলিশের হেফাজতে রয়েছেন।