ফেনীতে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ জহুরা বেগম (৪২) নামে এক নারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে ফেনী সদর উপজেলার গোবিন্দপুর এলাকা থেকে র্যাব-৭ তাকে আটক করে।
আটক জহুরা বেগম কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বালুখালির এস্তাজার মোহাম্মদের মেয়ে।
র্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে বাসযোগে যাত্রী বেশে চট্টগ্রাম থেকে বরিশালের উদ্দেশে মাদক পরিবহন করে আসছিলেন মাদককারবারি জহুরা বেগম। ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গোবিন্দপুর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে বাসের সুপারভাইজার, স্টাফ ও বাসে থাকা যাত্রীদের সহায়তায় তল্লাশি চালিয়ে অভিযুক্ত জহুরা বেগমকে ইয়াবাসহ আটক করা হয়। যার আনুমানিক বাজার মূল্য এগারো লাখ চল্লিশ হাজার টাকা। পরে আটক জহুরা বেগমকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়।



