ধামরাইয়ে ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই, গণধোলাইয়ের পর একজনকে পুলিশে সোপর্দ

ধামরাইয়ের কালামপুর এলাকার মাছ ব্যবসায়ী সাইফুল ইসলাম ও তার ছেলে সাজ্জাদ হোসেন মাছ কেনার উদ্দেশ্যে সিএনজিচালিত অটোরিকশাযোগে ইসলামপুর যাচ্ছিলেন। পথিমধ্যে জয়পুরা এলাকায় পৌঁছালে ছয়-সাতজন ছিনতাইকারী একটি পিকআপ ভ্যান দিয়ে তাদের গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা বাবা-ছেলেকে কুপিয়ে আহত করে তাদের কাছে থাকা নগদ ৭৫ হাজার টাকা ও দু’টি মোবাইলফোন ছিনিয়ে নেয়।

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

Location :

Dhamrai
ঢাকার ধামরাইয়ে ব্যবসায়ী ও তার ছেলেকে কুপিয়ে নগদ অর্থ ও মোবাইলফোন ছিনতাই
ঢাকার ধামরাইয়ে ব্যবসায়ী ও তার ছেলেকে কুপিয়ে নগদ অর্থ ও মোবাইলফোন ছিনতাই |সংগৃহীত

ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের জয়পুরা এলাকায় এক মাছ ব্যবসায়ী ও তার ছেলেকে কুপিয়ে নগদ টাকা ও মোবাইলফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় জনতা ধাওয়া করে রানা নামে এক ছিনতাইকারীকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মহাসড়কের জয়পুরা মম ফ্যাশনের সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। আহত ছিনতাইকারী বর্তমানে পুলিশ হেফাজতে ইসলামপুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধামরাইয়ের কালামপুর এলাকার মাছ ব্যবসায়ী সাইফুল ইসলাম ও তার ছেলে সাজ্জাদ হোসেন মাছ কেনার উদ্দেশ্যে সিএনজিচালিত অটোরিকশাযোগে ইসলামপুর যাচ্ছিলেন। পথিমধ্যে জয়পুরা এলাকায় পৌঁছালে ছয়-সাতজন ছিনতাইকারী একটি পিকআপ ভ্যান দিয়ে তাদের গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা বাবা-ছেলেকে কুপিয়ে আহত করে তাদের কাছে থাকা নগদ ৭৫ হাজার টাকা ও দু’টি মোবাইলফোন ছিনিয়ে নেয়।

ব্যবসায়ীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ছিনতাইকারীদের ধাওয়া করে। এ সময় রানা নামে একজনকে ধরে গণধোলাই দিলেও বাকিরা পিকআপ ভ্যানসহ দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা আটক ছিনতাইকারীকে ধামরাই থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান ঢালী বলেন, ‘ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়রা একজনকে ধরে পুলিশে খবর দেয়। উত্তেজিত জনতার গণধোলাইয়ে সে আহত হওয়ায় তাকে চিকিৎসার জন্য ইসলামপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুস্থ হওয়ার পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পলাতক বাকি ছিনতাইকারীদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।’