খাগড়াছড়িতে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার

খাগড়াছড়ি শহরের মধুপুর বাজারে নির্মাণাধীন দোকানঘর থেকে একটি পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।

রফিকুল ইসলাম রকি, খাগড়াছড়ি

Location :

Khagrachari
খাগড়াছড়িতে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ
খাগড়াছড়িতে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ |নয়া দিগন্ত

খাগড়াছড়িতে পরিত্যক্ত অবস্থায় একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। জেলা শহরের মধুপুর বাজারে একটি নির্মাণাধীন দোকানঘরের ভেতর থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।

বুধবার (৮ অক্টোবর) বেলা ১২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে গ্রেনেডটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে স্থানীয় এক ব্যক্তি দোকানঘরের ভেতরে ঘাসের মধ্যে গ্রেনেডের সাদৃশ বস্তু দেখতে পেয়ে বিষয়টি খাগড়াছড়ি সদর থানায় জানান। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেডটি উদ্ধার করে।

পুলিশের রেসকিউ টিমের সদস্য উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার বলেন, এটি টিয়ারগ্যাস সেল গ্রেনেড।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, উদ্ধারকৃত গ্রেনেডটি পুলিশের ব্যবহৃত টিয়ার গ্যাস গ্রেনেড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। গ্রেনেডটি বর্তমানে নিরাপদে থানায় রাখা হয়েছে এবং বিষয়টি তদন্তের জন্য একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।

তবে এ ধরনের গ্রেনেড খাগড়াছড়ি জেলার পুলিশ ব্যবহার করে না বলেও জানান তিনি।