কুমেক হাসপাতাল দুস্থ রোগীদের মাঝে এইস‘র কম্বল বিতরণ

এদিকে দুর্ঘটনায় আহত, দূর-দূরান্ত থেকে আসা ও শয্যাসঙ্কটে ভোগা রোগীরা কম্বল পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

হাবিবুর রহমান চৌধুরী, কুমিল্লা

Location :

Cumilla
হাসপাতাল দুস্থ রোগীদের মাঝে কম্বল বিতরণ
হাসপাতাল দুস্থ রোগীদের মাঝে কম্বল বিতরণ |নয়া দিগন্ত

কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে দুস্থ রোগীদের মাঝে শীতের কম্বল বিতরণ করেছে মানবিক সংগঠন অ্যালায়েন্স ফর কেয়ার অ্যান্ড ইকুইটি (এইস)। এদিকে দুর্ঘটনায় আহত, দূর-দূরান্ত থেকে আসা ও শয্যাসঙ্কটে ভোগা রোগীরা কম্বল পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শুক্রবার গভীর রাতে সংগঠনের সদস্যরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে শীতে কাঁপতে থাকা রোগীদের গায়ে কম্বল জড়িয়ে দেন।

কম্বল বিতরণ বিষয়ে এইস’র প্রধান নির্বাহী সুমাইয়া বিনতে হোসাইনী বলেন, ‘কুমেক হাসপাতালে দূর-দূরান্ত থেকে রোগীরা ভর্তি হন। এখানে শয্যার চেয়ে রোগীর সংখ্যা বেশি, অনেকেই আরামদায়ক উষ্ণ কাপড় পান না। তাই শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমরা এ উদ্যোগ নিয়েছি। ইনশাআল্লাহ এ ধরনের মানবিক কাজ আমরা অব্যাহত রাখব।’

এ সময় সংগঠনটির প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো: আবদুর রহিম ও পাবলিক রিলেশনস কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম সাইফ প্রমুখ উপস্থিত ছিলেন।

Topics