স্বর্ণের দোকানে গিয়ে ম্যাজিস্ট্রেট পরিচয়ে টাকা দাবি, ১৫ দিনের কারাদণ্ড

আটক শাহরিয়ার রাজবাড়ী জেলার পাংশা উপজেলার নারায়ণপুর গ্রামের মরহুম আকবর আলীর ছেলে।

এম মনিরুজ্জামান, রাজবাড়ী

Location :

Rajbari
আটক শাহরিয়ার
আটক শাহরিয়ার |নয়া দিগন্ত

ফরিদপুরের চরভদ্রাসনে স্বর্ণের দোকানে গিয়ে ম্যাজিস্ট্রেট পরিচয়ে টাকা দাবির অভিযোগে শাহরিয়ার জাহান (৫১) নামে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যায়েদ হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে পুলিশে হস্তান্তর করেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১টার দিকে চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের মৌলভীরচর বাজারের সুব্রত জুয়েলার্স থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, আটক শাহরিয়ার রাজবাড়ী জেলার পাংশা উপজেলার নারায়ণপুর গ্রামের মরহুম আকবর আলীর ছেলে।

দোকান মালিক সুব্রত জানান, সকাল সাড়ে ১১টার দিকে শাহরিয়ার তার দোকানে এসে নিজেকে জেলা প্রশাসকের কার্যালয়ের ম্যাজিস্ট্রেট পরিচয় দেন এবং দোকানের কাগজপত্র দেখতে চান। তার আচরণ সন্দেহজনক মনে হলে পাশের দোকানে থাকা এক এনজিও কর্মী জানান তিনি একজন প্রতারক, এর আগেও বিভিন্ন জায়গায় প্রতারণা করে ধরা পড়েছেন। পরে আশপাশের ব্যবসায়ী ও স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়।

খবর পেয়ে চরভদ্রাসন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যায়েদ হোছাইন ঘটনাস্থলে যান। যাচাই-বাছাই শেষে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৯ ধারায় শাহরিয়ারকে দোষী সাব্যস্ত করে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট যায়েদ হোছাইন বলেন, ‘ঘটনাস্থলে এসে অভিযোগের সত্যতা পাই। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দেয়া হয়েছে।’

এ সময় চরভদ্রাসন থানার (সাব-ইন্সপেক্টর) এসআই গোলাম হোসেন ফোর্সসহ উপস্থিত ছিলেন।