দাগনভূঞায় শহীদদের স্মরণে ‘এক শহীদ এক বৃক্ষ’ কর্মসূচি পালিত

শনিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে এ উপলক্ষে তিনটি ফুল গাছের চারা রোপণ করা হয়।

দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা

Location :

Feni
দাগনভূঞায় শহীদদের স্মরণে ‘এক শহীদ এক বৃক্ষ’ কর্মসূচি
দাগনভূঞায় শহীদদের স্মরণে ‘এক শহীদ এক বৃক্ষ’ কর্মসূচি |নয়া দিগন্ত

ফেনীর দাগনভূঞায় বৈষম্যবিরোধী আন্দোলনে শাহাদাতবরণকারী তিনজন শহীদের নামে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ‘এক বৃক্ষ এক শহীদ’ কর্মসূচি পালিত হয়েছে।

আজ শনিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে এ উপলক্ষে তিনটি ফুল গাছের চারা রোপণ করা হয়।

এ সময় শহীদ পরিবারের সদস্যরা শহীদ সরোয়ার জাহান মাসুদের নামে জারুল, শহীদ আবু বকর ছিদ্দিকের নামে সোনালু এবং সাইফুল ইসলাম আরিফের নামে কৃষ্ণচুড়া গাছ রোপণ করেন।

এ সময় দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স.ম আজহারুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি শাহিদুল আলম এবং শহীদ পরিবারের সদস্য, ছাত্র প্রতিনিধি-সহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।