আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগের ২৭ আসনে দেওয়াল ঘড়ি প্রতীকের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে খেলাফত মজলিস।
শনিবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে রাজশাহী পদ্মার পাড় সীমান্তে অবকাশ রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করে দলটি।
এর আগে সকাল ৯টার দিকে রাজশাহী মহানগরের পদ্মার পাড়স্থ সীমান্ত সম্মেলন কেন্দ্রে খেলাফত মজলিস রাজশাহী বিভাগ আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগের বিভিন্ন সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
খেলাফত মজলিস কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগীয় তত্ত্বাবধায়ক মাওলানা শেখ মুহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নায়েবে আমির অধ্যাপক সিরাজুল হক। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য শায়খুল হাদীস মাওলানা আসাদুল্লাহ। বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক তারেক ফজল, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডা: এ বি এম হাসানুজ্জামান হেলাল।
অধ্যাপক সিরাজুল হক বলেন, ‘আগামী ফেব্রুয়ারিতে ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হলে বিগত নির্যাতন ও হত্যাকাণ্ডের বিচার, মিথ্যা মামলা প্রত্যাহার, নির্বাচন ব্যবস্থার সংস্কার, প্রশাসনের নিরপেক্ষতা, অবৈধ অস্ত্র উদ্ধার ও কালো টাকা রোধ করতে হবে। একইসাথে জুলাই সনদকে সাংবিধানিক কাঠামোর মধ্যে এনে তার ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।’
তিনি বলেন, ‘২০০৯ সাল থেকে আওয়ামী লীগ রাষ্ট্রকে স্বৈরতান্ত্রিকভাবে নিয়ন্ত্রণ করেছে। গুম, খুন, মামলা, হামলা আর দমন-পীড়নের মাধ্যমে দেশকে ভীতির রাজ্যে পরিণত করা হয়েছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে জনগণের শক্তির কাছে আওয়ামী শাসকগোষ্ঠী পরাজিত হয়েছে। এখন রাষ্ট্র সংস্কার ও একটি জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠার ঐতিহাসিক সুযোগ এসেছে।’
এ সময় তিনি ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও তার কর্মী-সমর্থকদের ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করেন।
সংবাদ সম্মেলনে প্রাথমিকভাবে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন সংগঠনের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন।
রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় ঘোষিত প্রার্থীরা হচ্ছেন—
জয়পুরহাট : জয়পুরহাট-১ শায়খুল হাদীস মাওলানা আসাদুল্লাহ, জয়পুরহাট-২ মাওলানা মোরশেদুল আলম মর্তুজা।
বগুড়া : বগুড়া-৫ মাওলানা রাশেদুল ইসলাম, বগুড়া-৬ মাওলানা শাহাদাৎ হোসেন।
নওগাঁ : নওগাঁ-১ অধ্যাপক মুশফিকুর রহমান শাহ, নওগাঁ-২ কৃষিবিদ আবদুর রহমান সাবু, নওগাঁ-৩ মাহমুদুল ইসলাম সোহেল, নওগাঁ-৪ মাওলানা রিয়াজুল হক কাসেমী, নওগাঁ-৫ ডাক্তার আবু সাঈদ, নওগাঁ-৬ ডাক্তার খন্দকার আমিনুল ইসলাম মিঠু।
রাজশাহী : রাজশাহী-২ হাফেজ মোহাম্মাদ উল্লাহ শাহীন, রাজশাহী-৩ মাওলানা গোলাম মোস্তফা, রাজশাহী-৪ মাওলানা ফেরদাউসুর রহমান, রাজশাহী-৫ মুফতি আবদুল হামিদ, রাজশাহী-৬ মাওলানা তোফায়েল আহমদ।
নাটোর : নাটোর-১ ড. মো. আজাবুল হক, নাটোর-২ ডা. এবিএম হাসানুজ্জামান হেলাল, নাটোর-৩ মাস্টার আবদুল হান্নান, নাটোর-৪ তা. আলভী হাসান ফিদা।
সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ-১ মুফতি আবদুর রকিব, সিরাজগঞ্জ-২ মুফতি হেলাল উদ্দিন, সিরাজগঞ্জ-৩ ডা. আবদুল মোমেন, সিরাজগঞ্জ-৪ মাওলানা আমজাদ হোসেন, সিরাজগঞ্জ-৫ মুফতি মনিরুল ইসলাম।
পাবনা : পাবনা-১ মুফতি শহিদুল ইসলাম, পাবনা-২ মাস্টার রওশন আলী, পাবনা-৫ মাওলানা আরিফুল ইসলাম।
এদিকে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, তালিকাটি প্রাথমিক। নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে নামগুলো ঘোষণা করা হয়েছে। ইসলামী দলগুলোর সাথে জোট গঠনের বিষয়ে আলোচনা চললেও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।