নোয়াখালীর হাতিয়ায় চরের খাস জায়গা দখল করার সংবাদ পেয়ে অভিযান চালিয়ে দু’জনকে আটক করেছে উপজেলা প্রশাসন। এ সময় তাদের ব্যবহার করা একটি ট্রলার জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলার বুড়িরচর ইউনিয়নের রহমত বাজার পর্যটন এলাকা সংলগ্ন চরে এ ঘটনা ঘটে।
আটক দুই ব্যক্তি হলেন— চরকিং ইউনিয়নের মরহুম আব্দুর রশিদের ছেলে মোহাম্মদ আবুল কাশেম ও চরঈশ্বর ইউনিয়নের মোবাশ্বের আহমেদের ছেলে মোহাম্মদ হাশেম।
জানা যায়, একটি ভূমিহীন সংগঠনের নামে কিছু লোক জায়গা বুঝিয়ে দেবে বলে দুই শতাধিক লোককে সেখানে নিয়ে যান। সকাল থেকে তারা টাকার বিনিময়ে জায়গা পরিমাপ করে দেয়ার কাজ শুরু করেন। বন বিভাগ বাধা দিলেও তারা তা অমান্য করে কার্যক্রম চলমান রাখেন। বনবিভাগ পরে উপজেলা প্রশাসনের সহযোগিতা চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে। প্রশাসনের উপস্থিতি দেখে দখলকারী সবাই দিগ্বিদিক ছুটতে থাকে। একপর্যায়ে দু’জনকে আটক করা হয়। এ সময় তাদের কাজে ব্যবহৃত একটি ট্রলার জব্দ করা হয়।
দীর্ঘদিন ধরে হাতিয়া নদীভাঙ্গা পুনর্বাসন বহুমুখী সমবায় সমিতি লিমিটেড নামে একটি সংগঠন মানুষের কাছ থেকে নির্দিষ্ট অর্থের মাধ্যমে তাদের সংগঠনের সদস্য করে আসছিল। জায়গা বুঝিয়ে দেয়ার জন্য তারা টাকার বিনিময়ে সদস্যদের মাঝে স্লিপ বিতরণ করেন। আজকে তালিকাভুক্ত সদস্যদেরকে জমি বুঝিয়ে দেয়ার কাজ শুরু করে সংগঠনটি।
এ ব্যাপারে সংগঠনের সভাপতি মো: আবুল কাশেমের সাথে মোবাইলফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আলাউদ্দিন বলেন, ‘এটি সরকারি খাস জায়গা যা এখনো বন্দোবস্ত দেয়া হয়নি। কিন্তু কিছু লোক এটি জবরদখলের চেষ্টা করতেছিল। ঘটনাস্থল থেকে দু’জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা করা হবে।’



