পাবনায় বিএনপি চেয়ারপারসনের ২ উপদেষ্টা সড়ক দুর্ঘটনায় আহত

‘অল্পের জন্য হাবিবুর রহমান হাবিব ও শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রাণে বেঁচে গেছেন।’

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

Location :

Ishwardi
শামসুর রহমান শিমুল বিশ্বাস ও হাবিবুর রহমান হাবিব
শামসুর রহমান শিমুল বিশ্বাস ও হাবিবুর রহমান হাবিব |ছবি : নয়া দিগন্ত

বিএনপি চেয়ারপারসনের দুই উপদেষ্টা ও ধানের শীষের মনোনীত প্রার্থী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও হাবিবুর রহমান হাবিব পাবনায় এক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।

জানা গেছে,পাবনা -৪ ঈশ্বরদী আটঘরিয়া আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ও পাবনা-৫ সদর আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন ।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় পাবনার আটঘরিয়া উপজেলার ঘাটপারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসীরা জানান, অল্পের জন্য হাবিবুর রহমান হাবিব ও শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রাণে বেঁচে গেছেন।

তাদের এক সফরসঙ্গী বিপুল হোসেন বুদু জানান, এই দুই নেতা পাবনা-২ আসনের (বেড়া-সুজানগর) একটি অনুষ্ঠান শেষ করে পাবনা-৪ আসনের আটঘরিয়া উপজেলার উদ্দেশে যাচ্ছিলেন। সেখানে একদন্ত ইউনিয়নে ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্য একটি দোয়া মাহফিলে তাদের অংশ নেয়ার কথা ছিল। কিন্তু ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি তাদের বহনকারী প্রাইভেটকারটিকে আঘাত করে। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায় এবং এতে ধানের শীষের দুই প্রার্থী পাবনা-৫ আসনের অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ও পাবনা-৪ আসনের হাবিবুর রহমান হাবিব গুরুতর আহত হন।

বিপুল হোসেন জানান, দুজনেরই পায়ে মারাত্মকভাবে আঘাত লেগেছে। আর প্রাইভেটকারের ড্রাইভার ও শিমুল বিশ্বাসের পিএস এনামুলের অবস্থা আশঙ্কাজনক। আহত সকলেই পাবনা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বিপুল হোসেন বুদু আরো জানান, আল্লাহর অশেষ রহমতে প্রাণে বেঁচে গেলেন হাবিবুর রহমান হাবিব ও শামসুর রহমান শিমুল বিশ্বাস। ধানের শীষের দুজন প্রার্থীর জন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।