চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা

চলতি বছরের ৬ ফেব্রুয়ারি বেলায়েত হোসেনকে আহ্বায়ক ও জমির উদ্দিনকে সদস্য সচিব করে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের দুই সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছিল।

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এর আগে দুই সদস্যের আংশিক কমিটি থাকলেও বৃহস্পতিবার (২৬ জুন) রাতে কেন্দ্রীয় কমিটি এই পূর্ণাঙ্গ রূপ দেয়।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান এই কমিটি অনুমোদন করেন।

চলতি বছরের ৬ ফেব্রুয়ারি বেলায়েত হোসেনকে আহ্বায়ক ও জমির উদ্দিনকে সদস্য সচিব করে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের দুই সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছিল।

নতুন অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটিতে ২১ জনকে যুগ্ম আহ্বায়ক ও ৪৮ জনকে সদস্য করা হয়েছে। কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক করা হয়েছে জিয়াউর রহমানকে। যুগ্ম আহ্বায়ক পদের অন্যদের মধ্যে রয়েছেন- মাঈনুদ্দিন রাশেদ, সিরাজুল ইসলাম ভূঁইয়া, জহিরুল হক টুটুল, আবু বক্কর রাজু, রাজীব উদ্দিন আকন্দ, মহসিন কবির আপেল, রিফাত হোসেন শাকিল, দিদার হোসেন, জহিরুল ইসলাম টম, হারুনুর রশিদ (কোতোয়ালী), গোলাম সরোয়ার, আব্দুল হালিম গুড্ডু, ওয়াকিল হোসেন (বগা), মো: আলমগীর (চান্দগাঁও), আব্দুল আহাদ রিপন, কামরুল হাসান, এন মোহাম্মদ রিমন, আরিফুর রহমান চৌধুরী, মো: ইফতেখার উদ্দিন নিবলু এবং তাজুল ইসলাম নয়ন।

চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মহানগর কমিটির পাশাপাশি এর আওতাধীন ১৫টি থানা শাখার পূর্ণাঙ্গ ও ১২টি ওয়ার্ড শাখার আংশিক আহ্বায়ক কমিটিও একইসাথে অনুমোদন দেয়া হয়েছে।