চলনবিলে প্লাস্টিক বর্জ্য পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে শস্যভাণ্ডার হিসেবে পরিচিত চলনবিলের তিশিখালী মাজার এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

সিংড়া (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
চলনবিলে প্লাস্টিক বর্জ্য পরিচ্ছন্নতা অভিযানে সিংড়ার ইউএনওসহ অন্যরা
চলনবিলে প্লাস্টিক বর্জ্য পরিচ্ছন্নতা অভিযানে সিংড়ার ইউএনওসহ অন্যরা |নয়া দিগন্ত

নাটোরের চলনবিলের কৃষি জমির উর্বরতা বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় প্লাস্টিক বর্জ্য পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক প্রচারণা করেছেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত ও স্থানীয় পরিবেশকর্মীরা।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে শস্যভাণ্ডার হিসেবে পরিচিত চলনবিলের তিশিখালী মাজার এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। পরে মাজারে উপস্থিত মানুষের মাঝে ওয়ানটাইম প্লেট ও গ্যাসসহ প্লাস্টিক বর্জ্য পরিহার ও নির্দিষ্ট ডাস্টবিনে ফেলার জন্য সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন ইউএনও।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক, পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হারুন অর রশিদ, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, সংগঠনের যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান, অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, শিক্ষক হোসেন আলী, আব্দুল মালেক, পরিবেশকর্মী ইকবাল হোসেন, আতিকুর রহমান, অনিক আহমেদ, আব্দুল করিম প্রমুখ।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চলনবিলে পাখ-পাখালি ও জীববৈচিত্র্য ভরপুর রয়েছে। এ বিলের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় তারা ২০১২ সাল থেকে কাজ করছেন। বিল পাড়ের মানুষদের সচেতন করছেন। চলনবিলে প্লাস্টিক প্লেট ও গ্যাস বর্জ্য পরিহারে বিলের সৌন্দর্য বৃদ্ধি পাবে, কৃষি জমির উর্বরতা বৃদ্ধি পাবে এবং জীববৈচিত্র্য রক্ষা হবে।

ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, ‘শস্যভাণ্ডার খ্যাত চলনবিলের একটি সমস্যা প্লাস্টিক জাতীয় বর্জ্য। এ বিলের তিশিখালী মাজারে প্রতি শুক্রবারে হাজার হাজার লোকের সমাগম ঘটে এবং সিন্নির আয়োজন করা হয়। সেখানে প্লাস্টিক প্লেট, গ্যাস ও খাদ্য-দ্রব্যের প্যাকেট ফেলার কারণে কৃষি জমির উর্বরতা ও গুণাগুন হ্রাস পাচ্ছে। একই সাথে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে স্বাস্থ্যের অবনতি ও দুরারোগ্য রোগ-ব্যাধি হচ্ছে। এখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি আগত মানুষদের সচেতনতার মহৎ উদ্যোগ নিয়েছেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি সদস্যরা। প্রশাসন সে উদ্যোগের সাথে শামিল হয়েছে।‘

এ সময় জনসচেতনতামূলক কর্মকাণ্ড বৃদ্ধির জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।