চট্টগ্রামের আনোয়ারায় মাছ ধরাকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আহামদ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজারের উখিয়া থানার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এজাহার সূত্রে জানা যায়, ২০১১ সালের আগস্টে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পশ্চিম সিংহরা দাশের ভিটা এলাকায় খালে মাছ ধরাকে কেন্দ্র করে বিরোধ বাধে। এতে আবদু শুক্কুর (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত শুক্কুর ওই গ্রামের বাসিন্দা এবং জমি বেচাকেনার ব্যবসার সাথে যুক্ত ছিলেন।
ঘটনার পর আনোয়ারা থানায় হত্যা মামলা করা হলে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সম্প্রতি চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ রোজিনা খান রায় ঘোষণা করেন। তাতে পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- আহামদ মিয়া, মো: ইলিয়াছ, নুরুল আবছার, মো: রফিক ও মো: সোলায়মান। তাদের মধ্যে আহামদ, ইলিয়াছ ও নুরুল আবছার তিন ভাই। রায় ঘোষণার সময় ইলিয়াছ ও আবছার আদালতে উপস্থিত ছিলেন, বাকি তিনজন পলাতক ছিলেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির হোসেন বলেন, ‘আমাদের একটি চৌকস টিম কক্সবাজার থেকে আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতার আহামদ মিয়াকে আইনিপ্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।’