মুন্সীগঞ্জ-২ (লৌহজং ও টংগিবাড়ী) নির্বাচনী এলাকার লৌহজং উপজেলায় বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও পূর্ণ সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে লৌহজং উপজেলার বেজগাঁও কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
আব্দুস সালাম আজাদ বলেন, ‘আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দেশের জন্য এবং জনগণের জন্য তার সারাটা জীবন অন্যায়ের বিরুদ্ধে এবং বিদ্রোহ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছেন। স্বৈরাচারীদের বিরুদ্ধে তিনি কখনো আপস করেননি। এ কারণেই তাকে বিগত সময়ে কারাবরণ করতে হয়েছিল। তিনি যদি আপস করতেন তাহলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ১৭টি বছর নির্বাসনে থাকতে হয় না এবং হাসপাতালে তাকে এখন অসুস্থ হয়ে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয় না।’
লৌহজং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কোহিনুর শিকদারের সভাপতিত্বে ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওমর ফারুক অবাকের সঞ্চালনায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রান্তিক জনগোষ্ঠী ও উন্নয়নবিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা এম এ মালেক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা বাবুল আহমেদ, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম শুভ আহমেদ ও আব্দুস সালাম মোল্লা, বিএনপি নেতা বাদল হাওলাদার, সাগর বেপারী, উপজেলা যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন খানসহ লৌহজং উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও এলাকার সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
এ সময় আল্লাহ তায়ালার কাছে তার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।



