টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ পশ্চিমে সাগরে মাছ শিকারের সময় তিনটি ফিশিং বোটসহ ১৮ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে এ অপহরণের ঘটনা ঘটে।
সেন্টমার্টিন ৭নম্বর ওয়ার্ড গলাচিপা এলাকার বাসিন্দার আবছার, আবু তাহের ও আলমগীরের মালিকানাধীন ফিশিং বোট বলে জানা।
আরাকান আর্মির হাতে থাকা জেলেরা হচ্ছেন- সেন্টমার্টিন গলাচিপা ৭নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দার আবু তাহের মাঝি, মনি উল্লাহ, রহমত উল্লাহ, আবু বক্কর, সৈয়দ উল্লাহ, রফিক, আবছার মাঝি, মো: তাহের, মতলব, হাফেজ আহমদ, মো: আমিন, সালাউদ্দিন, জাহাঙ্গীর আলম, আলমগীর মাঝি, আব্দুর রহিম, মো: আলম, সাব্বির, তৈয়ুব। বর্তমানে ফিশিং বোট তিনটি মিয়ানমারের অভ্যন্তরে নাইক্ষ্যংদিয়া নামক পাতনজা ঘাটিতে রয়েছে।
সেন্টমার্টিন ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আজিজ জানান, সকাল ৬টার দিকে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণের পূর্বে বাংলাদেশ জলসীমানায় বাদর হাচা নামক সাগরে মাছ শিকারে সময় মিয়ানমার আরাকান আর্মি দুইটি স্পিড বোটে এসে তিনটি ফিশিং বোটসহ ১৮জন জেলেকে ধরে নিয়ে যায়।
তিনি বলেন, ‘এই বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা, কোস্টগার্ড, বিজিবি, পুলিশকে অবগত করা হয়েছে।’
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এহসান উদ্দিন সেন্টমার্টিন দ্বীপের সমুদ্র উপকূল থেকে তিনটি ফিশিং বোট ও জেলে অপহরণের বিষয়টি শুনেছেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য, আগস্ট মাসের ৫ তারিখ থেকে ২৮ আগস্ট পর্যন্ত ৬৯ জন জেলে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকার আর্মি। আটক জেলেদের এখনো ছেড়ে দেয়নি মিয়ানমার আরাকান আর্মি।