মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ষোলঘর আন্ডারপাস এলাকার রেললাইনের ওপর থেকে লাশটি উদ্ধার করে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা।
নিহত নারীর বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর বলে জানা গেছে। তবে তার পরিচয় এখনো পাওয়া যায়নি।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৮টায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে লাশ রেল পুলিশের কাছে হস্তান্তর করা হয়।