রাঙ্গামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা-রাইখালী নৌ-রুট পাঁচ দিন বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।
আজ রোববার সকাল ৬টা থেকে এই নৌ-রুটে ফেরি চলাচল খুলে দেয়া হয়েছে।
রাঙ্গামাটির সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, কর্ণফুলী নদীর নাব্যতা সঙ্কটের কারণে নদীতে ড্রেজিংয়ের জন্য মঙ্গলবার (১৩ মে) থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। কর্ণফুলি নদীতে প্রয়োজনীয় ড্রেজিংসহ ফেরির সংযোগ সড়ক সংস্কার করে আজ (রোববার) সকাল ৬টা থেকে এই নৌ-রুটে ফেরি চলাচল খুলে দেয়া হয়।
উল্লেখ্য, প্রতি শুষ্ক মৌসুমে নাব্যতা সঙ্কটের কারণে ভাটার সময় ফেরি ও পল্টুন চরে আটকা পড়ে। ফলে যানবাহন পারাপারে বিঘ্ন সৃষ্টি হয়। তাই কর্ণফুলী নদীতে ড্রেজিং ও সড়ক সংস্কারের জন্য বিগত পাঁচ দিন ফেরি চলাচল বন্ধ রাখা হয়। রাঙ্গামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা-রাইখালী ফেরিঘাট দিয়ে কর্ণফুলী নদীর এই নৌ-রুটে রাজস্থলী উপজেলা ও বান্দরবান জেলায় প্রতিদিন শত শত যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচল করে।