চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি প্রার্থী বাবু খানের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন

বৃহস্পতিবার পর্যন্ত চুয়াডাঙ্গা-২ আসনে মাত্র একজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই অন্যান্য আগ্রহী প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।

আতিয়ার রহমান, জীবননগর (চুয়াডাঙ্গা)

Location :

Chuadanga
চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি প্রার্থী বাবু খানের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন
চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি প্রার্থী বাবু খানের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনীত প্রার্থী জেলা বিএনপি ও বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবুর পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন দলীয় নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তার পক্ষে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার দু’টি সংসদীয় আসনের মধ্যে এখন পর্যন্ত কেবল চুয়াডাঙ্গা-২ আসন থেকেই একজন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। এ ক্ষেত্রে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবুর নামই এখন পর্যন্ত নথিভুক্ত রয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মশিউর রহমান জানান, বৃহস্পতিবার পর্যন্ত চুয়াডাঙ্গা-২ আসনে মাত্র একজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই অন্যান্য আগ্রহী প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চুয়াডাঙ্গা জেলায় রাজনৈতিক তৎপরতা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। বিভিন্ন রাজনৈতিক দল সম্ভাব্য প্রার্থীদের নিয়ে সাংগঠনিক প্রস্তুতি ও নির্বাচনী কার্যক্রম জোরদার করছে বলে স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গেছে।