নাটোরে ট্রাফিক সেবা সপ্তাহ পালন

‘দেশে সড়ক দুর্ঘটনায় বছরে প্রায় ৫৫ হাজারের বেশি মানুষ মারা যায়’

জেলা পুলিশ আয়োজিত ট্রাফিক সেবা সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান এসব কথা বলেন।

নাটোর প্রতিনিধি

Location :

Natore
ট্রাফিক সেবা সপ্তাহ উপলক্ষে নাটোরে র‌্যালি
ট্রাফিক সেবা সপ্তাহ উপলক্ষে নাটোরে র‌্যালি |নয়া দিগন্ত

রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেছেন, ‘দেশে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় প্রায় ৫৫ হাজারেরও বেশি মানুষ মারা যায়। যা যেকোনো সহিংসতার চেয়ে কোনো অংশে কম নয়। দেশের মধ্যে নাটোরকে একটি দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে বিবেচনা করা হয়। একটা দুর্ঘটনা জীবনে যে ক্ষতি হয় তা অন্য যেকোনো ক্ষতির চেয়ে অনেক বেশি। একটি দুর্ঘটনায় একটি জীবন ও পরিবার শেষ হয়ে যায়। সুন্দর, সুস্থ জীবনের জন্য আমাদের সচেতনতার কোনো বিকল্প নেই।’

সোমবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে শহরের মাদরাসা মোড়ে জেলা পুলিশ আয়োজিত ট্রাফিক সেবা সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান এসব কথা বলেন।

এর আগে শহরের মাদরাসা মোড় গোল চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাদরাসা মোড় থেকে শুরু করে ভবানীগঞ্জ মোড় হয়ে পুনরায় মাদরাসা মোড়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। র‌্যালিতে ছাত্র, শিক্ষক, মোটর শ্রমিক, পুলিশসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘ট্রাফিক আইন মেনে চলি, যানজটমুক্ত নাটোর গড়ি। আমরা যদি সড়ক দুর্ঘটনা কমাতে চাই, তাহলে আমাদের আরো সচেতন হতে হবে। সবাই মিলে সচেতনতা বাড়ালে দুর্ঘটনা কমানো অবশ্যই সম্ভব। আসুন সবাই মিলে সচেতন হই।’

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নাটোর নবাব সরিাজ উদ-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল বারী মির্জা, অতিরিক্ত পুলিশ সুপার মো: ইফতে খায়ের আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনান, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।