বৃদ্ধ মায়ের ঘরে অগ্নিসংযোগের অভিযোগে ছেলে ও ছেলের বউয়ের নামে মামলা

পঞ্চগড়ের সমশেরনগরে এক বৃদ্ধ মায়ের শয়নকক্ষে অগ্নিসংযোগের অভিযোগে তার নিজ ছেলে ও ছেলের বউসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

Location :

Boda
পঞ্চগড় চিফ ম্যাজিস্ট্রেট আদালত
পঞ্চগড় চিফ ম্যাজিস্ট্রেট আদালত |নয়া দিগন্ত

বোদা (পঞ্চগড়) সংবাদদাতা

পঞ্চগড়ের বোদা উপজেলার সমশেরনগরে এক বৃদ্ধ মায়ের শয়নকক্ষে অগ্নিসংযোগের অভিযোগে তার নিজ ছেলে ও ছেলের বউসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিজ্ঞ আমলী আদালত-৩ এ মোছা: জমিলা খাতুন (৭২) নামের এক বৃদ্ধ নারী তার ছেলে মো: ফয়জুল ইসলাম, পারভেজ ইসলাম এবং ছেলের বউ মোছা: রিনা আক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

জানা গেছে, বাদির ৮ সন্তানের মধ্যে ফয়জুল ইসলাম বাদির প্রথম ছেলে ও বোদা পাইলট গার্লস স্কুলের সহকারী শিক্ষক, পারভেজ ইসলাম ভাইয়ের মধ্যে চতুর্থ এবং রিনা আক্তার পারভেজের স্ত্রী। জমিলা খাতুন দীর্ঘদিন ধরে তার ছেলে ও ছেলের বউয়ের সাথে একই বসতবাড়িতে বসবাস করছিলেন।

অভিযোগ রয়েছে, সম্পত্তি দখলের লোভে আসামিরা তাকে নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। গত ২৪ নভেম্বর রিনা আক্তার জমিলা খাতুনকে লাঞ্চিত করে বাড়ি থেকে বের করে দেয়। পরের দিন ২৫ নভেম্বর বিকাল ৪টার দিকে জমিলা খাতুন তার শয়নকক্ষে শুয়ে থাকা অবস্থায় প্রথম ছেলে ফয়জুল ইসলামের নির্দেশে পারভেজ ইসলাম তাকে জোরপূর্বক ঘর থেকে বের করে দেয়। এরপর ফয়জুল ইসলামের হুকুমে পারভেজ ইসলাম বাদীর শয়নকক্ষে আগুন লাগিয়ে দেয়। এতে প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জানতে বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মো: ফয়জুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

বাদি পক্ষের আইনজীবী সোহেল রানা মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়েছেন। বোদা থানার ওসিকে তদন্ত করার জন্য বিজ্ঞ আদালত নির্দেশ প্রদান করেছেন।’