যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে এক লাখ ১০ হাজার সৌদি রিয়াল ও ১০ হাজার মার্কিন ডলারসহ মো: শফিকুল ইসলাম (৪৬) নামে একজনকে আটক করেছে যশোর ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে বেনাপোল ইমিগ্রেশন সংলগ্ন বিজিবির স্ক্যানিং রুম থেকে তাকে আটক করা হয়।
আটক শফিকুল ইসলাম ঢাকার লালবাগ থানার হরনাথপুর ঘোষ রোড এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, ৪৯ বিজিবির বেনাপোল চেকপোস্ট ক্যাম্পের সুবেদার মো: মিজানুর রহমানের নেতৃত্বে স্ক্যানিং কার্যক্রম চলাকালে যাত্রী শফিকুল ইসলামের লাগেজ তল্লাশি করে এক লাখ ১০ হাজার সৌদি রিয়াল ও ১০ হাজার ইউএস ডলার উদ্ধার করা হয়। যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৪৮ লাখ ১৯ হাজার ৯৯৫ টাকা।
শফিকুল ইসলাম জানান, তিনি ২০ নভেম্বর ব্যবসার কাজে ভারতে যান। কলকাতার একটি হোটেলে অবস্থানকালে বাংলাদেশী নাগরিক লিটু নামের এক ব্যক্তি তাকে বৈদেশিক মুদ্রাগুলো দেন এবং নির্দেশনা দেন যে বাংলাদেশে পৌঁছানোর পর একজন অজ্ঞাত ব্যক্তি তার সাথে ফোনে যোগাযোগ করে রিয়াল ও ডলারগুলো সংগ্রহ করবেন।
বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পে কমান্ডার সুবেদার মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৈদেশিক মুদ্রা পাচারের আশঙ্কায় শফিকুল ইসলামকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে উদ্ধার বৈদেশিক মুদ্রা কাস্টমসের আটক শাখায় জমা করা হবে এবং আটক শফিকুল ইসলামকে বেনাপোল পোর্টে হস্তান্তর করা হয়েছে।



