চট্টগ্রাম-১৩ আসনে বিএনপির প্রার্থী সরওয়ার জামাল নিজামের মনোনয়ন দাখিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মো: নূরুল কবির, আনোয়ারা (চট্টগ্রাম)

Location :

Anwara
চট্টগ্রাম-১৩ আসনে বিএনপির প্রার্থী সরওয়ার জামাল নিজামের মনোনয়ন দাখিল
চট্টগ্রাম-১৩ আসনে বিএনপির প্রার্থী সরওয়ার জামাল নিজামের মনোনয়ন দাখিল |নয়া দিগন্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন পত্র জমা দেন।

মনোনয়ন জমা শেষে সরওয়ার জামাল নিজাম বলেন, ‘বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে তিনি এ পর্যন্ত ছয়বার মনোনয়ন পত্র জমা দিয়েছেন।‘

তিনি আরো বলেন, ‘বর্তমানে কোনো বিশৃঙ্খলা নেই। শান্ত ও সুন্দর পরিবেশে মনোনয়ন পত্র জমা দিতে পেরেছি। যদি এই পরিবেশ বজায় থাকে, তাহলে আগামী ১২ ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।’

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের আওতায় আনোয়ারা উপজেলায় ১১টি এবং কর্ণফুলী উপজেলায় ৫টি ইউনিয়ন রয়েছে। এ দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮১ হাজার ৩২৪ জন।