চিঠি দিয়ে চাঁদা দাবি : টাঙ্গাইলে গ্রেফতার বিএনপির ৩ নেতাকে বহিষ্কার

দলীয় শৃঙ্খলা এবং আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে এ তিনজনকে বহিষ্কার করা হয়েছে।

মালেক আদনান, টাঙ্গাইল

Location :

Tangail
বহিষ্কৃত বিএনপির তিন নেতা
বহিষ্কৃত বিএনপির তিন নেতা |নয়া দিগন্ত

টাঙ্গাইলে কিলার গ্যাংয়ের নামে চিঠি দিয়ে মাছ ব্যবসায়ীর কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির মামলায় গ্রেফতার হওয়া বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২ আগস্ট) টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহীন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের বিষয় জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন- টাঙ্গাইল শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: জুবায়ের, শহর বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম রব্বানী এবং শহর বিএনপির সদস্য ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: শাহ আলম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা এবং আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে এ তিনজনকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, ওই মামলায় গত শুক্রবার রাতে ও শনিবার ভোরে টাঙ্গাইল পৌরসভার সন্তোষ এলাকায় অভিযান চালিয়ে বিএনপির এ তিন নেতাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়।