বৈরী আবহাওয়ায় কুমিল্লা-চাঁদপুরসহ ৬ জেলায় গ্যাস সরবরাহ হ্রাস

কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলায় গ্যাস সরবরাহ হ্রাস পেয়েছে।

হাবিবুর রহমান চৌধুরী, কুমিল্লা
সংগৃহীত

বঙ্গোপসাগরে বিরাজমান বৈরী আবহাওয়ার কারণে এলএনজি আমদানিতে বিঘ্ন ঘটায় দেশের ছয় জেলায় গ্যাস সরবরাহে সমস্যা দেখা দিয়েছে। ফলে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলায় গ্যাস সরবরাহ হ্রাস পেয়েছে।

বুধবার রাতে এক জরুরি বিজ্ঞপ্তি এ তথ্য জানায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এলএনজি আমদানিতে অসুবিধার কারণে সংস্থার সরবরাহকৃত এলাকায় গ্যাস সরবরাহ হ্রাস পেয়েছে।

এ অবস্থায় সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।