বঙ্গোপসাগরে বিরাজমান বৈরী আবহাওয়ার কারণে এলএনজি আমদানিতে বিঘ্ন ঘটায় দেশের ছয় জেলায় গ্যাস সরবরাহে সমস্যা দেখা দিয়েছে। ফলে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলায় গ্যাস সরবরাহ হ্রাস পেয়েছে।
বুধবার রাতে এক জরুরি বিজ্ঞপ্তি এ তথ্য জানায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এলএনজি আমদানিতে অসুবিধার কারণে সংস্থার সরবরাহকৃত এলাকায় গ্যাস সরবরাহ হ্রাস পেয়েছে।
এ অবস্থায় সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।