ফেনীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার প্রতিবাদে জুলাই ঐক্যের ব্যানারে শহরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা।
রোববার (১৬ নভেম্বর) বাদ আসর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারের সামনে এসে শেষ হয়।
এ সময় জেলা ছাত্রশিবিরের সভাপতি আবু হানিফ হেলাল, শহর সেক্রেটারি শফিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক মোহাম্মদ আবু জাফর, নুর হোসেন, সমন্বয়ক সালমান হোসেন, আহত যোদ্ধা তাহমিদুল ইসলাম, নাহিদুর রহমান ও জুবায়ের আল মুজাহিদসহ প্রমুখ বক্তব্য রাখেন।
নেতারা বলেন, পুলিশের নাকের ডগায় থাকার পরেও কিভাবে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেয়া হয় তা আমরা প্রশাসনের কাছে জানতে চাই। আওয়ামী লীগ ভুলে গেছে তারা গণহত্যাকারী। জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ আমাদের জুলাইয়ের প্রতীক ও আমাদের আবেগ। নিজাম হাজারীরা বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আজকে যারা স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে।



