কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে বিজয় মেলার শুভ উদ্বোধন করেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ।
উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন- দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মো: আরিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো: রিয়াজ উদ্দীন, দৌলতপুর উপজেলা প্রকৌশলী মো: রাকিবুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা: রেহানা পারভীন,
মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: জান্নাতুল ফেরদৌস, দিনকাল প্রতিনিধি এম এস শাহীন, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মো: আহাদ আলী নয়ন সহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিজয় মেলায় উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ ও অন্যান্য অতিথিবৃন্দ নকশি কাঁথা, মধু, ঘি, পিঠাসহ বিভিন্ন প্রকারের প্রায় ১৫টি প্রদর্শনী স্টল পরিদর্শন করেন।
এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা কনফারেন্স রুমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ছবি অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।



