দৌলতপুরে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলার উদ্বোধন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে বিজয় মেলার শুভ উদ্বোধন করেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ।

আহাদ আলী নয়ন, দৌলতপুর (কুষ্টিয়া)

Location :

Daulatpur
দৌলতপুরে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলার উদ্বোধন
দৌলতপুরে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলার উদ্বোধন |নয়া দিগন্ত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে বিজয় মেলার শুভ উদ্বোধন করেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ।

উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন- দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মো: আরিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো: রিয়াজ উদ্দীন, দৌলতপুর উপজেলা প্রকৌশলী মো: রাকিবুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা: রেহানা পারভীন,

মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: জান্নাতুল ফেরদৌস, দিনকাল প্রতিনিধি এম এস শাহীন, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মো: আহাদ আলী নয়ন সহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজয় মেলায় উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ ও অন্যান্য অতিথিবৃন্দ নকশি কাঁথা, মধু, ঘি, পিঠাসহ বিভিন্ন প্রকারের প্রায় ১৫টি প্রদর্শনী স্টল পরিদর্শন করেন।

এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা কনফারেন্স রুমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ছবি অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।