শিবগঞ্জে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য আটক

অভিযানে দু’টি দেশীয় অস্ত্র, একটি কুড়াল, দু’টি লোকাল ছুরি ও দু’টি রামদাসহ মোট সাতটি অস্ত্র উদ্ধার করা হয়।

শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা

Location :

Shibganj
আটক গ্যাংয়ের সদস্যরা
আটক গ্যাংয়ের সদস্যরা |নয়া দিগন্ত

বগুড়ার শিবগঞ্জে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের তিনজন সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) শিবগঞ্জ সেনা ক্যাম্পে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন সাকলাইন তুষার ও লেফটেন্যান্ট ফাতিন মুসতাহসিনের নেতৃত্বে একটি টহল দল মোকামতলা এলাকায় অভিযান চালায়। অভিযানে দু’টি দেশীয় অস্ত্র, একটি কুড়াল, দু’টি লোকাল ছুরি ও দু’টি রামদাসহ মোট সাতটি অস্ত্র উদ্ধার করা হয়।

এ সময় কিশোর গ্যাংয়ের তিন সদস্য মো: রাজিব, আবু হুরায়রা ও সুলতান মাহমুদকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্র ও মোবাইল ফোন আইনগত প্রক্রিয়ায় শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

শিবগঞ্জ সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট ফাতিন মুসতাহসিন জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।