দিনাজপুরের নবাবগঞ্জে দ্রুতগামী ট্রাকের চাপায় কামরুজ্জামান লিটন নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার খয়েরগুনী নামক স্থানে ব্রাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামরুজ্জামান লিটন (৪৫) হেয়াতপুর গ্রামের গোলাম মোর্তুজার ছেলে এবং হেয়াতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বলে জানা গেছে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহমুদুর রহমান বলেন, পরিবারের সদস্যদের কোনো আপত্তি না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।