আল্লামা মামুনুল হক

রাষ্ট্র পরিচালনায় ইসলামী বিধান আছে, অন্য ধর্মে কোনো বিধান নেই

একমাত্র ইসলামেই রাষ্ট্র পরিচালনায় আইন ও বিধান রয়েছে।

আ ফ ম নুরুল কাদের, কুষ্টিয়া

Location :

Kushtia
নয়া দিগন্ত

খেলাফত মজলিসের আমির ঢাকা জামিয়া আরাবিয়া রহমানিয়া মাদরাসার শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক বলেছেন, ‘ইসলাম শান্তির পয়গাম বয়ে এনেছে। দেশে ইসলামী আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশের কল্যাণে জনগনের জানমাল হেফাজত ও দেশের অর্থনৈতিক উন্নয়নসহ সকল স্বার্বভৌমত্বের হেফাজতকারী হবে রাষ্ট্র।’

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে কুষ্টিয়া হাইস্কুল মাঠে কুষ্টিয়া জেলা ঊলামা পরিষদের উদ্যোগে তিন দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আশরাফুল উলুম মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা আবু দাউদের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দিন মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়া, খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল কুদ্দুস। সভা পরিচালনা করেন উলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন, হাফেজ মাওলানা আরিফুজ্জামান প্রমুখ।

শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বলেন, ‘ইসলামী রাষ্ট্র কায়েম হলেই সকল জাতি ধর্মের মানুষের নিরাপত্তা দেয়ার দায়িত্ব হবে রাষ্ট্রের। একমাত্র ইসলামেই রাষ্ট্র পরিচালনায় আইন ও বিধান রয়েছে অন্য ধর্মে নেই। তাই বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে সকল ধর্মের মানুষের কল্যাণ বয়ে আনবে।’

তিনি আরো বলেন, ‘একটি মহল ইসলামী শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক তা কখনো চায় না। তাদেরকে চিন্থিত করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

তিনি বলেন, ‘আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ যার আলামত আমরা পেতে শুরু করেছি। ইসলামী আইন প্রতিষ্ঠার মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রগতি সাধিত হবে সে সাথে নারী-পুরুষের বৈষম্য দূর করা হবে। দেশের অর্থনৈতিক কাঠামোতে ইসলামী আইনের সুবাতাস বইতে শুরু করেছে।’

তিনি আরো বলেন, ‘একমাত্র ইসলামী ব্যাংকিং ব্যবস্থা বাংলাদেশকে উন্নতির চরম শিখরে পৌঁছে দিতে সক্ষম হবে। আজ উন্নত বিশ্বে ইসলামী অথনীতির কার্যক্রম শুরু হয়েছে। অনেক দেশে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা চালু হয়েছে। ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ইসলামী শাসনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামী অর্থনীতি ব্যবস্থা চালুর মাধ্যমে একটি কল্যাণকর জনবান্ধব রাষ্ট্র হতে পারে বাংলাদেশ। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। নির্বাচনকে কেন্দ্র করে কোনো ফ্যাসিস্ট কর্মকাণ্ডকে দেশের আলেম ওলামা এবং ইসলামীমনা দলগুলো বরদাস্ত করবে না।’

আল্লামা মামুনুল হক বলেন, ‘ইসলাম দুর্বল নয়, একটি শক্তিশালী রুহানী ক্ষমতার নাম ইসলাম। এখানে অসত্য, অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজ, নারী নির্যাতনসহ সকল অপকর্মের বিপরীত একটি মেরুকরণ। ইসলামকে রাষ্ট্রীয় আইনে পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে পারলে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। সে সাথে নিজেদের প্রাপ্ত অধিকার, ন্যায় ও সাম্য প্রতিষ্ঠা সহজ হবে।’

তিনি আরো বলেন, ‘ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে নারী ও শিশু সে সাথে অন্য সকল ধর্মাবলম্বীদের নিরাপত্তা শতভাগ নিশ্চিত হবে। বিধর্মীরা ইসলামের শত্রু নয়। তাদের স্থান হবে ইসলামের ছায়াতলে। আধুনিক যুগে আজ বিশ্বময় ইসলামের জয়জয়কার চলছে। তার ধারবাহিকতায় বাংলাদেশ অনেক এগিয়ে রয়েছে।’

আল্লামা মামুনুল হক বলেন, ‘আমাদের দেশের মানুষ ইসলাম ধর্ম কি এবং মহান আল্লাহতালা আমাদেরকে কেনো এ দুনিয়াতে পাঠিয়েছেন সে কথাটা ভালোভাবে জানেন না। ইসলামে যে রাজনীতি আছে সেটা বোঝেন না। ইসলামের মূল ভিত্তি খেলাফত সেটা ভুলে গেছেন। ধর্ম দিয়ে দেশ পরিচালনা করা যায়, রাষ্ট্র চালানো যায় সেটা তারা বোঝেন না। এখন মানুষকে বোঝাতে হবে ইসলাম ধর্ম এসেছে মানুষকে শান্তি দিতে আর সে শান্তি পাওয়া যাবে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে।’

তিনি আরো বলেন, ‘অনেক তন্ত্রমন্ত্র আপনারা দেখেছেন কিন্তু শান্তি পাননি। তাই আগামী দিনে এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে হবে।’

তিনি উপস্থিত জনতাকে ইসলামের পক্ষে কাজ করার আহ্বান জানান।