খুলনায় একদিনে দুই দফায় গুলি, একব্যক্তি আহত

দ্বিতীয় দফায় গুলিবর্ষণের ঘটনা ঘটে রোববার রাত ৯টার দিকে রোববার রাত ৯টার দিকে মহানগরীর লবনচরা থানাধীন জিন্না পাড়ায়। সেখোনে তাহের দর্জির মোড়ে একটি চায়ের দোকানে আড্ডা দেয়ার সময় সম্রাট নামে একজনকে গুলি করে আহত করেছে দুর্বৃত্তরা।

খুলনা ব্যুরো

Location :

Khulna

খুলনা মহানগরীতে একদিন দুই দফায় গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। রোববার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে খুলনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে দুজনকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।

দ্বিতীয় দফায় গুলিবর্ষণের ঘটনা ঘটে রোববার রাত ৯টার দিকে রোববার রাত ৯টার দিকে মহানগরীর লবনচরা থানাধীন জিন্না পাড়ায়। সেখোনে তাহের দর্জির মোড়ে একটি চায়ের দোকানে আড্ডা দেয়ার সময় সম্রাট নামে একজনকে গুলি করে আহত করেছে দুর্বৃত্তরা। খুলনা শিপইয়ার্ডের পিয়ন সম্রাট আনিসুর রহমান শিপইয়ার্ড ছয়তলা ভবনের সামনের একটি মেসে থাকেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জিন্না পাড়ার মোড়ে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার মাথায় আঘাত করে হাতের কব্জিতে গুলি করে পালিয়ে যায়। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

লবণচরা থানার ডিউটি অফিসার এএসএম নাজমুল হোসাইন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, থানার একটি টিম ঘটনাস্থলে রয়েছে।