কোটালীপাড়ায় ব্যবসায়ী সম্মেলন

যেখানে অন্যায় দেখব, সবাই মিলে রুখে দাঁড়াব : অধ্যাপক রেজাউল করিম

অধ্যাপক রেজাউল করিম কোটালীপাড়ায় ব্যবসায়ী সম্মেলনে বলেন, অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে; জামায়াত ক্ষমতায় এলে ব্যবসা-বান্ধব সরকার গঠনের প্রতিশ্রুতি দেন।

রনী আহমেদ, কোটালীপাড়া (গোপালগঞ্জ)

Location :

Gopalpur
কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর ব্যবসায়ী সম্মেলন
কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর ব্যবসায়ী সম্মেলন |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গোপালগঞ্জের কোটালীপাড়া-টুঙ্গিপাড়া সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক রেজাউল করিম বলেন, ‘অন্যায়ের কাছে মাথা নত করবেন না। আমরা আগামীদিনে যেখানে অন্যায় দেখব, সবাই মিলে রুখে দাঁড়াব।’

গতকাল শনিবার (২২নভেম্বর) বিকেলে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজারে জামায়াতে ইসলামী আয়োজিত ব্যবসায়ী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

রেজাউল করিম ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, ‘জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে ব্যবসা-বান্ধব সরকার হবে। সবাই শান্তিতে থাকবে, নিরাপদে ব্যবসা করবে।’

তিনি বলেন, ‘পাঁচ বছরের ক্ষমতা দিন, পঁচিশ বছরের কাজ করব, ইনশাআল্লাহ। জামায়াতের আমির দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের উদ্দেশ্য করে বলেন, আমাদের একটি মাত্র জিহাদ হবে দুর্নীতিবাজদের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে।’

তিনি আরো বলেন, ‘আমি প্রশাসন এবং সাংবাদিক ভাইদের বলছি, ডিসি, এসপি, ইউএনও, ওসি মহোদয়, আপনারা জনগণের পাশে দাঁড়ান। অন্যায় প্রশ্রয় দেবেন না, অন্যায়ের কাছে মাথা নত করবেন না। যদি অন্যায়ের কাছে মাথা নত করেন, তাহলে জনগণ জুলাইয়ের মতো বিস্ফোরণ ঘটাবে, জনগণের পাশে নির্যাতিত মানুষের পাশে দাঁড়ান। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান। অন্যায়ের পক্ষে দাঁড়াবেন না।’

কোটালীপাড়া জামায়াতে ইসলামীর আমির সোলায়মান গাজীর সভাপতিত্বে ও সেক্রেটারি ফরিদউদ্দিন মাসউদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গোপালগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমির মো: তিতাস আহমেদ, উপজেলা জামায়াতের নায়েবে আমির মো: মিজানুর রহমান সেকেন্দার, পৌর জামায়াতের সভাপতি আক্তার দাড়িয়া। এসময় ঘাঘর বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।