বীরগঞ্জ-কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরের বীরগঞ্জে দানিউল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে প্রকাশ্য দিবালোকে নিজ বাড়ির শয়ন কক্ষে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার সাতোর ইউনিয়নের কালীরমেলা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত দানিউল চৌপুকুরিয়া কালীরমেলা এলাকার মুক্তিযোদ্ধা মরহুম নজরুল ইসলামের ছেলে।
সরজমিনে জানা যায়, নিহত দানিউল স্ত্রী, মা ও ছেলেকে নিয়ে দিনাজপুর শহরে বসবাস করেন। জমি-জমা দেখার জন্যে মাঝেমধ্যে গ্রামের বাড়িতে আসেন। ঘটনার সময় কাজের ছেলে রফিকুল ও তার স্ত্রী নুরজাহান গ্রামের বাড়িতে ছিল। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
প্রতিবেশীরা জানায়, ২০০৩ সালে ১৬ ডিসেম্বর নিহতের চাচা ইউপি চেয়ারম্যান মহসিন আলী রাঙা একইভাবে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন।
বীরগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে দিনাজপুর মেডিক্যাল কলেজ (দিমেক) হাসপাতালে পাঠিয়েছে।
পুলিশ সূত্র জানায়, চাঞ্চল্যকর এ ঘটনার রহস্য উদঘাটনে জেলা পুলিশের সিআইডি, বীরগঞ্জ সার্কেল ও বীরগঞ্জ থানা যৌথভাবে কাজ করছে।



