মোংলা নদীতে পড়ে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর লাশ উদ্ধার

মৃত মো: রাব্বির বাড়ী বরিশালে। এক বছর আগে এমভি শোভন জাহাজে লস্করের চাকুরিতে যোগদান করে।

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা

Location :

Mongla
মোংলা নদীতে পড়ে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর লাশ উদ্ধার
মোংলা নদীতে পড়ে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর লাশ উদ্ধার |নয়া দিগন্ত

মোংলায় পশুর নদীতে পড়ে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর জাহাজের শ্রমিক রাব্বির লাশ উদ্ধার করেছে নৌবাহিনীর ডুবুরি দল।

রোববার (২৪ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে নৌবাহিনীর সিপিও জাহিদুর রহমানের নেতৃত্বে সাত সদস্যের ডুবুরি দল মোংলা পশুর নদীর কাইনমারি নালা এলাকা থেকে লাশটি উদ্ধার করে।

এর আগে শনিবার (২৩ আগস্ট) ভোরে মোংলা বন্দরের জেটি সংলগ্ন এলাকায় নোঙ্গরে থাকা এমভি শোভা নামক জাহাজের শ্রমিক (লস্কর) মো: রাব্বি চা খাওয়ার সময় অসাবধানতাবসত পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ হয়।

নিখোঁজের পর উদ্ধার অভিযান শুরু করে নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। অবশেষে আজ রাত সাড়ে ৭টার দিকে লাশ উদ্ধার করে নৌবাহিনীর ডুবুরি দল।

ময়নাতদন্ত সহ সকল প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে থানা পুলিশ।

মৃত মো: রাব্বির বাড়ী বরিশালে। এক বছর আগে এমভি শোভন জাহাজে লস্করের চাকুরিতে যোগদান করে।