খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে কালো পাহাড় থেকে সাত কিলোমিটার পাইপ সংযোগ স্থাপন করে চারটি পাড়ার প্রায় চার শতাধিক পরিবারের বিশুদ্ধ পানি সরবরাহের প্রকল্প বাস্তবায়ন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার (৫ জানুয়ারি) উপজেলার দুর্গম ইন্দ্রসিং কার্বারী পাড়া এলাকায় এ প্রকল্পের উদ্বোধন করেন লক্ষ্মীছড়ি জোনের লেফটেন্যান্ট কর্নেল মো: তাজুল ইসলাম।
সেনাবাহিনীর দাবি, জনমনে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও পাহাড়ে সন্ত্রাসী কার্যকলাপ ব্যাপকভাবে বেড়ে গেলে নিরাপত্তা বাহিনী দৃঢ় সংকল্পের সাথে অভিযানিক কার্যক্রম অব্যাহত রাখে, যা এখনো চলমান। এসব অভিযান চলাকালে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কালাপাহাড় রেঞ্জের দুর্গম এলাকাবাসীর বিশুদ্ধ পানির তীব্র সঙ্কট সম্পর্কে অবহিত হন। স্থানীয় জনগণ ঝিরি থেকে পানি সংগ্রহ করে তাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করেন, যা অত্যন্ত কষ্টসাধ্য হিসেবে চিহ্নিত হয়। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে, সেনাবাহিনী অভিযানিক কার্যক্রমের পাশাপাশি তাৎক্ষণিকভাবে দুর্গম এলাকায় পানির সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ করে।
গুইমারা রিজিয়নের ব্যবস্থাপনায় গত ৮ ডিসেম্বর থেকে একটি বৃহৎ বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের কাজ শুরু হয়। প্রকল্পের আওতায় হাতিছড়া পাড়া, ইন্দ্রসিং পাড়া, শুকনাছড়ি ও পাঙ্কু পাড়াকে একীভূত করে নিরাপদ পানির স্থায়ী সুবিধা নিশ্চিত করা হচ্ছে।
লক্ষীছড়ি জোনের সেনা সদস্যরা পরিকল্পনা প্রণয়ন থেকে শুরু করে পানির লাইন স্থাপনসহ সব প্রকার প্রযুক্তিগত ও শারীরিক শ্রমসাপেক্ষ কাজ অত্যন্ত দক্ষতা, নিপুণতা ও পেশাদারিত্বের সাথে সম্পন্ন করেছেন। দীর্ঘ সাত কিলোমিটার পানি সরবরাহের পাইপ লাইন এবং সর্বমোট আটটি পানির রিজার্ভ ট্যাংক স্থাপনের মাধ্যমে ইতোমধ্যে প্রকল্পটির বাস্তবায়ন সম্পন্ন হয়েছে।
২৪ পদাতিক ডিভিশনের পুরোপুরি অর্থায়নে এ প্রকল্পটি বাস্তবায়নে প্রায় ২০ লাখ টাকা ব্যয় করা হয়েছে। প্রকল্পটি সম্পন্ন হওয়ায় মোট ৩৭৬ পরিবার অর্থাৎ প্রায় এক হাজর ৭৫০ জন দুর্গম এলাকার বাসিন্দা নিরাপদ পানির সুবিধা পাচ্ছেন।



