শ্রীমঙ্গলে অবৈধ ভারতীয় মালামালসহ আটক ১

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় তাকে আটক করা হয় এবং অবৈধ উপায়ে আনা ভারতীয় জিরা, বিপুল পরিমাণ সিগারেটসহ প্রসাধনী সামগ্রী জব্দ করে পুলিশ।

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা
অবৈধ ভারতীয় মালামালসহ আব্দুল কাইয়ুম আটক
অবৈধ ভারতীয় মালামালসহ আব্দুল কাইয়ুম আটক |নয়া দিগন্ত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি পরিবহনের অফিস থেকে ১১ লাখ ২০ হাজার টাকার অবৈধ ভারতীয় মালামালসহ আব্দুল কাইয়ুম (২০) নামের একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

এর আগে, মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় তাকে আটক করা হয় এবং অবৈধ উপায়ে আনা ভারতীয় জিরা, বিপুল পরিমাণ সিগারেটসহ প্রসাধনী সামগ্রী জব্দ করে পুলিশ।

সংবাদ সম্মেলনে ওসি মো: আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় এসএ পরিবহনের অফিসে অভিযান চালিয়ে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হয়। এ সময় চোরাকারবারির সাথে জড়িত থাকায় শহরের স্টেশন রোডের আদিল টি হাউজের আব্দুল কাইয়ুম নামের একজনকে আটক করা হয়। তিনি উপজেলার আশিদ্রোন ইউনিয়নের টিকরিয়া এলাকার মুহিবুল মিয়ার ছেলে।

তিনি আরো জানান, জব্দকৃত মালামালের মধ্যে ৯০ হাজার শলাকা সিগারেট, ৫০০ মিলির অলিভ অয়েল ৩০ বোতল, নিভিয়া ক্রিম ১২০ পিস ও ১৫০ কেজি জিরা রয়েছে। যার বাজার মূল্য ১১ লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় আটজনের নাম উল্লেখ করে এসআই বাবুল কুমার পাল শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করেছেন। চোরাকারবারির সাথে জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।