গাইবান্ধার গোবিন্দগঞ্জের নাকাই ইউনিয়নের ২নং ওয়ার্ড সভাপতি শ্রমিক নেতা নজরুল ইসলামকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।
রোববার (১৭ আগস্ট) এক যৌথ বিবৃতিতে ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক সংসদ সদস্য আ.ন.ম শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান এ নিন্দা জানান।
তারা বলেন, একজন জনপ্রিয় শ্রমিক নেতাকে যেভাবে হত্যা করা হয়েছে, তাতে আমরা হতবাক হয়েছি। আমরা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আগামী ২৪ ঘণ্টার ভেতরে খুনিদের গ্রেফতার করার জোর দাবি জানাচ্ছি।
তারা আরো বলেন, আমরা ইতোমধ্যে জেনেছি কতিপয় দুষ্কৃতিকারী ও জুয়ারীরা নজরুল ইসলামকে হুমকি-ধমকি দিয়ে আসছিল। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি এসব দুষ্কৃতিকারীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করার। একইসাথে নজরুল ইসলামের পরিবারকে রাষ্ট্রের পক্ষ থেকে উপযুক্ত ক্ষতিপূরণ দেয়ার দাবি জানাচ্ছি।
দুই নেতা মরহুম নজরুল ইসলামের পরিবার-পরিজন ও আন্দোলনের সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মরহুমের ভুলত্রুটি ক্ষমা প্রার্থনা করেন এবং নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতের উঁচু মাকাম দান করার জন্য কায়মনোবাক্যে দোয়া করেন। একইসাথে মরহুমের স্বজনদের শোক কাটিয়ে ধৈর্য ধারণ করার শক্তি দান করার জন্য দোয়া করেন।