গাইবান্ধার সাদুল্লাপুরে অটোবাইকের চাপায় রায়হান মিয়া (৬) নামে এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) দুপুরে দিকে সাদুল্লাপুর-ধাপেরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রায়হান উপজেলার বনগ্রাম ইউনিয়নের সাদুল্লাপুর গ্রামের জাহিদুল ইসলাম ও আশুরা বেগম দম্পতির ছেলে।
স্বজনরা জানায়, রায়হান বাবার কাছ থেকে দশ টাকা নিয়ে মুদির দোকানে বিস্কুট কেনার জন্য যাচ্ছিল। এ সময় একটি গরু দেখে ভয়ে সড়কের দিকে গেলে অটোবাইকটি তাকে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কায়েম হুদা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তবে এ ঘটনায় কারো কোনো অভিযোগ নেই।