বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে এতিম ও অসহায়দের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) নাটোরের সিংড়া উপজেলার সিধাখালী বাজার মাঠে এই আয়োজন করে স্থানীয় শেরকোল ইউনিয়নের ৩ ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপি। এসময় বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
দোয়া অনুষ্ঠানে শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- জেলা বিএনপির সদস্য ও সিংড়া উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
আরো বক্তব্য রাখেন সিংড়া পৌর বিএনপির সদস্য সংগ্রহ কমিটির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শামীম হোসেন, বিএনপির সদস্য মহিদুল ইসলাম, সাইদুর রহমান সাধু, রফিকুল ইসলাম বুলেট, যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান লিটন, থানা বিএনপির সাবেক দফতর সম্পাদক অধ্যাপক হারুন অর রশিদ, ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াদ মোস্তফা, চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খালেকুজ্জামান রনজু, উপজেলা ওলামাদলের আহ্বায়ক মাওলানা আসাদুজ্জামান, যুবদল নেতা পলাশ, আন্তাজ আলী প্রমূখ।