ফেনীর নবাগত এসপি শফিকুল

থানায় সেবা পেতে ঘুষ দেয়ার সংস্কৃতি থেকে বের হতে চাই

‘পুলিশের কোনো সদস্যর দায়িত্ব পালনে গাফলতি পাওয়া গেলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেয়া হবে। থানায় সেবা পেতে ঘুষ দিতে হবে আমরা এ সংস্কৃতি থেকে বের হতে চাই। এটা কোনোভাবে কাম্য নয়।’

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
ফেনীর নবাগত এসপি শফিকুল
ফেনীর নবাগত এসপি শফিকুল |নয়া দিগন্ত

ফেনীর নবাগত পুলিশ সুপার মো: শফিকুল ইসলাম বলেছেন, ‘পুলিশের কোনো সদস্যর দায়িত্ব পালনে গাফলতি পাওয়া গেলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেয়া হবে। থানায় সেবা পেতে ঘুষ দিতে হবে আমরা এ সংস্কৃতি থেকে বের হতে চাই। এটা কোনোভাবে কাম্য নয়।’

পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে নবাগত পুলিশ সুপার মো: শফিকুল ইসলাম সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

মো: শফিকুল ইসলাম বলেন, ‘বিদেশগামীদের পুলিশ ক্লিয়ারেন্স পেতে যে উৎকোচ দিতে হয়, তার বিরুদ্ধে আমি ব্যবস্থা নেবো। আমি এ বিষয়ে সকল পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর সাথে কথা বলবো। পরিবহনে চাঁদাবাজির বিষয়ে তাদের বিভিন্ন সমিতি রয়েছে তাদের সাথে কথা বলবো।’

তিনি বলেন, ‘৫ আগস্ট যেসব অস্ত্র লুট হয়েছে উদ্ধারে করে আনার চেষ্টা থাকবে। মাদক একটি জাতীয় সমস্যা,আমরা মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবো।’

নতুন এসপি বলেন, ‘কিশোর গ্যাং একটি সামাজিক সমস্যা, কিশোর গ্যাংয়ের একটি তালিকা তৈরি করে ব্যবস্থা নিবো এবং তাদের অভিভাবকদের সাথেও কথা বলবো।’

তিনি বলেন, ‘আমি যোগদানের পর থেকে কারো কাছে থেকে এখন পর্যন্ত ফুল গ্রহণ করিনি। অবৈধভাবে বালু উত্তোলন, মাটিকাটা, দস্যুতা, অটোরিকশা ও হকার উচ্ছেদ এসব বিষয়ে আমি কাজ করবো।’

এসপি শফিকুল বলেন, ‘আমার প্রথম অগ্রাধিকার হবে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও স্বাভাবিক রাখা এবং একটি শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেয়া। আমাদের পুলিশের জনবল সংকটসহ নানা সীমাবদ্ধতায়ও আমি সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করবো। সাংবাদিকদের সময়মতো তথ্য সরবরাহ বিষয়টি গুরুত্ব সহকারে দেখবো।’

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মো: সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম, ওসি ডিবি মর্ম সিং মারমাসহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।