বাংলাদেশে মহিষ পালন দীর্ঘদিন ধরে চরাঞ্চলে প্রচলিত থাকলেও বর্তমানে কৃষিকাজের প্রসার ও অবহেলার কারণে এই খাতটি পিছিয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
আজ বুধবার দুপুরে সাভারে মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে বাংলাদেশ বাফেলো অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত বৈজ্ঞানিক সম্মেলনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘মহিষ পালন অবহেলিত ছিল। তবে এখন বৈজ্ঞানিকভাবে যে মহিষ পালন হচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়। মহিষের মাধ্যমে দুধসহ অন্যান্য প্রোডাক্ট উৎপাদন বাড়ানো সম্ভব।’
তিনি আরো বলেন, ‘সরকার দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণে কাজ করছে, যাতে কেউ কোনোভাবে বঞ্চিত না হয়।’
উপদেষ্টা ফরিদা আখতার জানান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে উদ্বোধন হওয়া কোনো প্রকল্প বন্ধ হয়নি। পরে তিনি কেন্দ্রীয় গ্রো প্রজনন দুগ্ধ খামারে কেন্দ্রীয় কৃত্রিম প্রজনন ল্যাবরেটরি উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাদের মুহাম্মদ জাবের, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক (সাময়িক দায়িত্ব) ড. শাকিলা ফারুক, কেন্দ্রীয় গ্রো প্রজনন দুগ্ধ খামারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: গোলাম আযমসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা।