জনগণকে উদ্দেশ করে সড়ক পরিবহন, সেতু এবং বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, ‘যারা নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত ও বিকৃত চায় তাদের সুযোগ দেবেন না। একটি অংশগ্রহণমূলক সুন্দর নির্বাচন করুন, যেই বিজয়ী হবে আমরা তাদের পিছনে দাঁড়াবো।’
তিনি আরো বলেন, ‘ভিন্ন মতানৈক্যের কারণেই নেভাল সিরাজের মতো দেশপ্রেমিককে খুন হতে হয়েছিল। কিছু ব্যক্তির নামে দেশে লাখ লাখ প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছিল, বাদ যায়নি শৌচাগারও। সেসব নামকরণ জনগণ মুছে দিয়েছে। তাই আমরা সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অপকর্মকে সুধরে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সামনে নিয়ে আসব।’
তিনি শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর পাঁচদোনা স্যার কে জি গুপ্ত উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত পাঁচদোনা-ডাঙ্গা সড়কের নামফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিগত সরকারের আমলে সড়কটি নির্মাণ কাজ শুরু হওয়া পাঁচদোনা থেকে ডাঙ্গা পর্যন্ত নয় কিলোমিটার ছয় লেনের এই সড়কটি মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য খেতাবপ্রাপ্ত বীর প্রতীক সিরাজ উদ্দিন আহমদের (নেভাল সিরাজের) নামে উৎসর্গ করা হয়।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব ড. মো: জিয়াউল হকের সভাপতিত্বে নামফলক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই-আজম বীর প্রতীক, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইনসহ অন্যরা।
একই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই-আজম বলেন, ‘মুক্তিযোদ্ধাদের নিয়ে বিভাজন লালন করে দীর্ঘস্থায়ী করতে চাই না। এভাবে পরস্পরের মধ্যে লেগে থাকলে পিছনেই টানতে থাকবে, মুক্তি মিলবে না। ঐক্যবদ্ধ হলেই কালোছায়া মুক্ত হওয়া যাবে। এমনো মুক্তিযোদ্ধা আছেন যাদের মায়েরই বিয়ে হয়নি তারাও মুক্তিযুদ্ধের তালিকায় আছেন। আদালতে বেঞ্চ গঠন করা হয়েছে, আশা করি আদালতের রায়ের মধ্যদিয়ে সংকট নিরসন হবে।’



