নিউইয়র্কের ম্যানহাটনে একটি বহুতল অফিস ভবনে অস্ত্রধারীর গুলিতে বাংলাদেশী আমেরিকান এনওয়াইপিডি পুলিশ অফিসার দিদারুল ইসলাম রতন (৩৬) নিহত হয়েছেন।
নিহত রতন মৌলভীবাজার জেলার কুলাউড়া পৌর এলাকার মাগুরার আব্দুর রবের ছেলে বলে জানা গেছে।
কুলাউড়ায় রতনের বাসায় গিয়ে ফুফাতো ভাই আব্দুল কাইয়ুমের সাথে কথা হলে তিনি জানান, ‘সোমবার বিকেল সাড়ে ৬টার দিকে ৩৪৫ পার্ক অ্যাভিনিউতে যেখানে ব্ল্যাকস্টোন, KPMG, এবং NFL সদর দফতর অবস্থিত সেখানে ওই অস্ত্রধারীরা হামলা চালায়। অস্ত্রধারীদের হামলায় তিনিসহ আরো তিনজন মারা যান।
আব্দুল কাইয়ুম আরো জানান, নিহত পুলিশ অফিসার দিদারুল ইসলাম স্বপরিবারে নিউইর্য়ক ব্রঙ্কসে বসবাস করতেন। চলতি বছরের মার্চ মাসে স্বপরিবারে তিনি বাংলাদেশে এসেছিলেন।
জানা গেছে, ম্যানহাটনের মিডটাউন নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থিত একটি উচ্চ-নিরাপত্তার অফিস ভবনে দায়িত্বরত অবস্থায় হামলাকারী গুলিতে তিনিসহ আরো তিনজন মারা যান। বন্দুকধারী নিজেই পরে আত্মহত্যা করেন।