জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডভোকেট জয়নুল আবেদীন

নির্বাচিত হলে বাবুগঞ্জ-মুলাদীর বেকার সমস্যা দূরীকরণে সর্বোচ্চ পদক্ষেপ নেয়া হবে

‘নির্বাচিত হতে পারলে বাবুগঞ্জ মুলাদীর বেকার সমস্যা দূরীকরণের জন্য সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করা হবে। স্থানীয় রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও অবকাঠামোগত উন্নয়নের সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা হবে।’

মো: রফিকুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল)

Location :

Babuganj
জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডভোকেট জয়নুল
জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডভোকেট জয়নুল |নয়া দিগন্ত

বরিশাল-৩, বাবুগঞ্জ-মুলাদী সংসদীয় আসনের বাংলাদেশের জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, ‘নির্বাচিত হতে পারলে বাবুগঞ্জ মুলাদীর বেকার সমস্যা দূরীকরণের জন্য সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি স্থানীয় রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও অবকাঠামোগত উন্নয়নের সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা হবে।

তিনি বলেন, ‘জনগণের সাথে থেকেই আমি এলাকার সার্বিক উন্নয়ন সাধনে পাশে থাকব। এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন।’

শুক্রবার (১২ অক্টোবর) বিকেল ৪টার দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এছাড়াও তিনি অনুষ্ঠানের আয়োজকদের উদ্দেশে বলেন, এটি ছিল শিক্ষা, শ্রদ্ধা ও সংস্কৃতির অপূর্ব সমন্বয়ে এক হৃদয়গ্রাহী আয়োজন। দীর্ঘদিন মনে রাখবে জামেনা খাতুন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রকিবুল হাসান খান রাকিবের সভাপতিত্বে ও যুবদল নেতা মাহমুদুল হাসান লিমনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বরিশাল জেলা দক্ষিন শাখার ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান, এছাড়াও অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র বরিশাল জেলা (দক্ষিণ) সাধারণ সম্পাদক এইচএম তসলিম উদ্দিন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ইউনুস আলী রবি, সহকারী এটর্নী জেনারেল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আসমা হোসেন জীবনীরসহ, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, সাবেক শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।