বাগেরহাটের মোংলায় নদী থেকে আনুমানিক ৫০ থেকে ৫৫ বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে মোংলা নৌপুলিশ। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার সিগন্যাল টাওয়ার এলাকার দক্ষিণ চরের বালুর ডাইক সংলগ্ন পশুর নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয়রা লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন। প্রাথমিক পর্যবেক্ষণে নিহতের শরীরে কোনো দৃশ্যমান আঘাত, ক্ষতচিহ্ন বা রক্তক্ষরণের আলামত পাওয়া যায়নি।
মোংলা নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। পরিচয় শনাক্তের জন্য আশপাশের থানাগুলোতে খোঁজ নেয়া হচ্ছে।
স্থানীয়রা ধারণা করছেন, নিহত ব্যক্তি হয়তো অন্য কোনো এলাকা থেকে নদীর পানিতে এখানে ভেসে এসেছেন। অসুস্থতাজনিত কারণে বা পানিতে ডুবে মৃত্যুর সম্ভাবনাও রয়েছে।
ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।



