সিংড়ায় উঠান বৈঠক ও গণসংযোগে ব্যস্ত বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা

নাটোর-৩ সিংড়া আসনে মনোনয়ন পেতে উঠান বৈঠক ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য প্রার্থীরা। তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে প্রত্যন্ত অঞ্চলে রাত-দিন ছুটে বেড়াচ্ছেন এসব প্রার্থীরা।

সিংড়া (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
সিংড়ায় উঠান বৈঠক ও গণসংযোগে ব্যস্ত বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা
সিংড়ায় উঠান বৈঠক ও গণসংযোগে ব্যস্ত বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা |নয়া দিগন্ত

নাটোর-৩ সিংড়া আসনে মনোনয়ন পেতে উঠান বৈঠক ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য প্রার্থীরা। তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে প্রত্যন্ত অঞ্চলে রাত-দিন ছুটে বেড়াচ্ছেন এসব প্রার্থীরা। উঠান বৈঠক, পথসভা, লিফলেট বিতরণ সহ বিভিন্ন সামাজিক কাজে অংশ গ্রহণ করে দোয়া ও ভোট প্রার্থনা করছেন। প্রচারণা চালিয়ে নিজেদের শক্ত অবস্থানের জানানও দিচ্ছেন তারা।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল ৫টার দিকে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে উপজেলার ইটালী ইউনিয়নের প্রত্যন্ত হিজলী মাদরাসায় উঠান বৈঠক ও ৩১ দফার লিফলেট বিতরণ করেন সবুজ সংকেত পাওয়া সম্ভাব্য প্রার্থী উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বান ও জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন। সোহানুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শহর বিএনপির আহ্বান সাখাওয়াত হোসেন, কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন, সাবেক পৌর কাউন্সিলর মহিদুল ইসলাম সহ বিএনপির নেতৃবৃন্দ।

একই সময়ে এই ইউনিয়নের পাকুরিয়া গ্রামে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ করেন মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সম্পাদক ও সিংড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বান সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ইউসুফ আলী। উঠান বৈঠকে বিশিষ্ট ব্যবসায়ী শাহাদত হোসেন সাধুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আমিনুল ইসলাম কুহেল।

অনুষ্ঠানের শুরুতে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুস সালাম।

এর আগে বেলা ১২টার দিকে সিংড়া পৌর শহরের কাঁচা বাজার এলাকায় কর্মী-সমর্থকদের নিয়ে ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন সাবেক ছাত্র নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া ছাত্র পরিষদের সাবেক আহ্বায়ক এনায়েত করিম রাঙা।