পন্য রফতানিতে ভারতের নিষেধাজ্ঞা, প্রভাব পড়েনি বাংলাবান্ধা স্থলবন্দরে

‘এই বন্দর দিয়ে খুব বেশি পণ্য ভারতে রফতানি হয় না। তাই নিষেধাজ্ঞার প্রভাব খুব বেশি পড়বে না।’

নয়া দিগন্ত অনলাইন

Location :

Tetulia
বাংলাবান্ধা স্থলবন্দর
বাংলাবান্ধা স্থলবন্দর |ইউএনবি

দেশের শুল্ক স্টেশন ও স্থলবন্দর দিয়ে বাংলাদেশী কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত।

দেশের বাংলাবান্ধা স্থলবন্দরে এর খুব বেশি প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বন্দর সংশ্লিষ্ট রফতানিকারক এবং শ্রমিকরা। তারা বলছেন, এই বন্দর দিয়ে কিছু প্লাস্টিক পণ্য রফতানি করা হয়। এই পণ্য রফতানি হচ্ছে না। এসব পণ্যবাহী কয়েকটি ট্রাক বন্দর থেকে ফেরত গেছে।

অন্যদিকে ঝুট কাপড়ের ওপর নিষেধাজ্ঞা না থাকার কারণে এই পণ্যের রফতানি অব্যাহত রয়েছে।

মূলত এই বন্দর দিয়ে এই দু’টি পণ্যই ভারতে রফতানি করা হয়। এদিকে এই বন্দর দিয়ে নেপাল ও ভূটানের সাথে আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে।

রফতানিকারক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এই বন্দর দিয়ে খুব বেশি পণ্য ভারতে রফতানি হয় না। তাই নিষেধাজ্ঞার প্রভাব খুব বেশি পড়বে না।’

বাংলাবান্ধা ল্যান্ড পোর্ট লিমিটেডের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বলেন, ‘কাঁচামাল জাতীয় পণ্য রফতানি স্বাভাবিক রয়েছে। পলিস্টার কটন রেকস বা ঝুট গতকাল (রোববার) রফতানি হয়েছে। শুধু ফিনিস গুডসের ওপর নিষেধাজ্ঞা আছে। এগুলো এই বন্দর দিয়ে রফতানি হয় না।’ সূত্র : ইউএনবি