কুমিল্লা নগরীতে নাশকতার পরিকল্পনা ও ঝটিকা মিছিলের প্রস্তুতি নেয়ার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ২৯ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার (১৬ নভেম্বর) সকালে নগরীর টমছমব্রিজ, ধর্মসাগর পাড় ও বাদুরতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেছে পুলিশ।
এছাড়াও জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগের আরো ১৫ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বাঁশের লাঠি, ব্যানার, গ্যাসলাইটসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, আজ সকাল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা মহানগর ও উপজেলা আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিলের চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে থানা পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করে ২৯ জনকে আটক করে।
এদিকে কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন বলেন, কুমিল্লা নগরী ছাড়াও জেলার বিভিন্ন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা ঝটিকা মিছিলসহ নাশকতার প্রস্তুতি নিয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে নগরীতে ২৯ জন এবং জেলার বিভিন্ন স্থানে আরো ১৫ জনসহ মোট ৪৪ জনকে আটক করা হয়েছে।



